শত কোটি টাকা পাচারের অভিযোগে আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তাঁর স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (তারিখ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এস এম শামীম ইকবালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে একটি অনুসন্ধান টিম কাজ করছে।
বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে, তাদের দেশত্যাগ করলে শত কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫