দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিমেন্ট মিক্সারের ধাক্কায় একজন নিহত

ঢাকা প্রেস নিউজ,হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। সেই সময় পেছন থেকে একটি সিমেন্ট মিক্সার ট্রাক ভয়াবহ বেগে ধাক্কা মারে। এই ধাক্কায় সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পার ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই অংশে রাস্তার ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। ফলে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এই অসাবধানতার কারণে এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর বালু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনার মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরো একবার প্রমাণিত হলো। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরী।
মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫