|
প্রিন্টের সময়কালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৬ অপরাহ্ণ

লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২


লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২


ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

৩০ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আরবাব পশ্চিম পাড়ায় অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে।
 

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।
 

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, উপজেলায় বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ অভিযান আরো বেগবান করা হবে।
 

এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটক আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫