মুরাদনগরে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গঠনে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে হাতপাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
বুধবার (১০ ডিসেম্বর) মুরাদনগর উপজেলার ধামঘর, দারোরা, জাঁহাপুর, ছালিয়াকান্দি, পাহাড়পুর ও বাবুটিপাড়া এলাকায় দিনব্যাপী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
মাওলানা কাইয়ূম বলেন, “নিরাপদ ও বাসযোগ্য উপজেলা গড়া, খুন-সন্ত্রাসের ভয় দূর করা এবং নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জনগণ পরিবর্তন চায়। তারা মাদক, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। ৫৪ বছর ধরে তিনটি দলকে ভোট দিয়ে মানুষ কোনো সঠিক ফল পায়নি—এমন অভিযোগই আমরা ভোটারদের মুখে শুনছি।”
তিনি আরও বলেন, “৫৪ বছরের জঞ্জাল দূর করে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের দাবি। মানুষ ইসলামী ও দেশপ্রেমিক শক্তির বিজয় প্রত্যাশা করছে।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক সমর্থন ও ভালোবাসা প্রকাশ করে। মাঠপর্যায়ে এ সমর্থন এ বছর ইসলাপন্থি ভোটারদের আগ্রহও চোখে পড়ার মতো বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন—
দলের উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, হাজী হাফেজ বেলাল হোসাইন পাহাড়পুরী, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, যুবনেতা মাওলানা শোয়াইব হোসেন, আমীর হামজা, সাংবাদিক সাইফুল ইসলাম, কন্ট্রাকটর শেখ আবু তাহের, হাফেজ সাদ্দাম হোসাইন প্রমুখ।
মাওলানা কাইয়ূম ধারাবাহিকভাবে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটি এলাকায় জনগণের আন্তরিক সমর্থন পাচ্ছেন বলে জানান দলীয় নেতারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫