দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যার দুই আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-
রাজবাড়ী: দৌলতদিয়া যৌনপল্লীতে ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি ফজল শেখ (৪০) এবং তদন্তে প্রাপ্ত আসামি ইউসুফ মন্ডল (৩০)। উভয়ই গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের বাসিন্দা।
নিহত ফারুক সরদার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। গত ১২ অক্টোবর রাতে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫