ঢাকা থেকেই নির্বাচন করব, এটি প্রায় নিশ্চিত: সজীব ভুঁইয়া
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকেই প্রার্থী হবেন। আজ রবিবার বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, “নিশ্চিতভাবেই এখন বলতে পারি—আমি নির্বাচনে অংশ নেব। ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। নিজের ভোট ঢাকায় নিয়ে আসছি, যাতে অপচয় না হয়। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব তা এখনো চূড়ান্ত নয়, তবে ঢাকা থেকেই করব।”
এর আগে সজীব ভুঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন এবং সেখান থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছিল। তবে বিএনপি সম্প্রতি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার সময় ওই আসনে সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে মনোনয়ন দেয়। অন্যদিকে ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) আসনটি বিএনপি ফাঁকা রেখেছে, যেখানে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।
কোন দল থেকে নির্বাচন করবেন—এমন প্রশ্নের জবাবে সজীব ভুঁইয়া বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কে কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার বিষয় নয়। আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব।”
ঢাকা-১০ এলাকার ভোটার হওয়ার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, “উপদেষ্টা পদ ছাড়ার পর ধানমন্ডিতে থাকার পরিকল্পনা আছে। যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়াটা স্বাভাবিক।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫