কুমিল্লা শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
সোমবার (২১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন। সম্প্রতি কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে শিক্ষা বোর্ডে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এই মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে, কর্মকর্তা-কর্মচারীদের গালমন্দ করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি, ঢাকা শিক্ষা বোর্ডেও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সারা দেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে একযোগে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫