আজকের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে চায় স্কটল্যান্ড

টি-টোয়েন্টির আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে এর আগে কখনোই দেখা হয়নি এই দুই প্রতিবেশী দলের। ২০১৮ বিশ্বকাপের মতো আরও একবার চমক দেয়ার লক্ষ্য স্কটল্যান্ডের। কেনসিংটন ওভালে ম্যাচ শুরু হবে আজ মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৮টায়।
প্রতিপক্ষের মনে ভীতির সঞ্চার করতে ইংলিশ টপ-অর্ডারের তিন-চারটে নামই যথেষ্ট। বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস কিংবা জনি বেয়ারস্টো; একহাতেই ম্যাচ জয়ের সামর্থ্য আছে প্রত্যেকের। মিডল অর্ডারে হ্যারি ব্রুক আর আগের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট অলরাউন্ডার স্যাম কুরান। গতির ঝড় তুলতে পুরোপুরি ফিট আর্চার। সঙ্গে মার্ক উড। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে অভিজ্ঞ আদিল রশিদ। সবমিলিয়ে দারুণ ব্যালেন্স টিম দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বার খেলতে আসা স্কটল্যান্ডের লক্ষ্যটা আপাতত সুপার এইটে ওঠার। আর সেটা নিশ্চিত করতে ৫ দলের গ্রুপে ওমান-নামিবিয়া ছাড়াও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মধ্যে অন্তত একটি ম্যাচে জিততে হবে। সেক্ষেত্রে ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে হবে জর্জ মানজি-চার্লি টিয়ারদের। ম্যাথিউ ক্রস-হ্যারিসদের পাশাপাশি গুরুদায়িত্ব নিতে হবে ক্যাপ্টেন রিচি বেরিংটনকে। ইংলিশ কাউন্টিতে খেলা পেসার ব্র্যাড কুরি আর হোয়েলদের সুইং আর বাউন্সের সাথে গ্রিভস-ওয়াটদের ঘুর্ণির সঠিক প্রয়োগটাও হতে হবে যথাযথ।
পরিসংখ্যানে দেখার সুযোগ নেই। কেননা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে কখনও ইংলিশদের মুখোমুখি হয়নি স্কটিশরা। তবে ২০১৮ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের যেভাবে চমকে দিয়েছিলো স্কটল্যান্ড, তাতে নিশ্চয় আইসিসি'র সহযোগী দেশটাকে হালকাভাবে নেবে না ইংল্যান্ড।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫