মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান: ৩ অস্ত্র ব্যবসায়ীরা গ্রেফতার

ঢাকা প্রেস
মুজিবনগর উপজেলা (মেহেরপুর) প্রতিনিধি:-
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ব্যাপক অভিযান চালিয়ে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার ভোরে উপজেলার স্টেডিয়াম পাড়ায় চালানো এ অভিযানে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
- সাইফুল ইসলাম (২৭): দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে
- এনামুল হক (২৮): দারিয়াপুর গ্রামের কাউছার আলীর ছেলে
- সাইফুল ইসলাম (২৬): দারিয়াপুর গ্রামের মিন্টু শেখের ছেলে
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর একটি দল এই তিন ব্যক্তিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফান নামের এক ব্যক্তিকে একটি অস্ত্র বিক্রি করেছে। এর ভিত্তিতে বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে তুফানের সন্ধান না মিললেও, বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য, এই পিস্তলটি ইতালি তৈরি।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে এবং তাদেরকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫