|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার


ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে র‍্যাব-৯ এবং সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় এবং ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তাদের সকলের বিরুদ্ধে গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে নাশকতার মামলা রয়েছে।
 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫