খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: তিন মামলায় আসামি ১৩০ জন, গ্রেপ্তার ৪০

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তিনটি পৃথক মামলায় মোট ১৩০ জন নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ। এদের মধ্যে ১১৯ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা। ইতোমধ্যে ৪০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রোববার রাতে খুলনা মহানগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলাগুলো দায়ের করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, মামলাগুলোর বাদী পুলিশ নিজেই এবং এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানান, হরিণটানা থানায় এসআই মোনায়েম হোসেন বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় বিকাল পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খালিশপুর থানায় এসআই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। এখানে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়ংঘাটা থানায় এসআই ইসতিয়াক আহমেদ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সেখানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া নগরীর সদর থানা পুলিশ কেসিসি (খুলনা সিটি কর্পোরেশন)-র লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে নগর ভবন থেকে গ্রেপ্তার করেছে।
এ প্রসঙ্গে কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান জানান, রবিউল আলম রবির কেসিসির স্টিকার লাগানো মোটরসাইকেলযোগে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দুপুরের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং বিষয়টি প্রশাসককে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার খুলনা নগরীর চারটি স্থানে আওয়ামী লীগ পৃথকভাবে ঝটিকা মিছিল করে। এসব কর্মসূচিকে কেন্দ্র করেই পুলিশ মামলাগুলো দায়ের করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫