ডি-মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা, ইকুয়েডরকে হারাল ১-০ গোলে

ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা
কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৪০তম মিনিটে অধিনায়ক অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে জয় পেয়েছে তারা।
পুরো ম্যাচে আর্জেন্টিনা আধিপত্য ধরে রেখেছে। ৬৫% বল তাদের দখলে ছিল এবং ৯টি শট গোলের দিকে নিয়েছে।
দ্বিতীয় হাফে মেসিকে মাঠে নামানো হলেও আর কোন গোল হতে পারেনি।
আগামী ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে কোপা আমেরিকার মূল টুর্নামেন্টে নামবে আর্জেন্টিনা। ১৮ জুন উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫