কক্সবাজারে শিক্ষক হত্যাকাণ্ডের প্রধান হোতা যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শিক্ষক মোহাম্মদ আরিফকে হত্যা করার অভিযোগে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার (১২ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে রুবেল খান নামের এক যুবককে গ্রেপ্তার করে র্যাব। রুবেল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জাহাঙ্গীর আলমকে এই হত্যাকাণ্ডের প্রধান হোতা বলে জানিয়েছে।
রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। রুবেলের অভিযোগ অনুযায়ী, শিক্ষক আরিফকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল এবং পরে তাকে হত্যা করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাতে পেকুয়া সদরের ফায়ার সার্ভিসের সামনে থেকে শিক্ষক আরিফকে অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নিখোঁজের ১৩ দিন পর তার মরদেহ তার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫