|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৪ ০৪:৩৪ অপরাহ্ণ

ওমানে বাংলাদেশীদের জন্য ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


ওমানে বাংলাদেশীদের জন্য ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


ঢাকা প্রেস নিউজ


ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২টি পেশায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানকারী ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকে বৈধ করার পরিকল্পনাও রয়েছে। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও বিবেচনা করছে ওমান সরকার।


 



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে জানান। এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে। ওমানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির জন্য একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

 

উল্লেখ্য:গত বছরের ৩১ অক্টোবর থেকে ওমান বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল।

 

এর ফলে ওমানে দক্ষ বাংলাদেশীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের জন্য সুষ্ঠু জীবনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও ওমানের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫