|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ

নির্বাচনের আগে তিনটি শর্ত জানাল জামায়াতে ইসলামীর আমির


নির্বাচনের আগে তিনটি শর্ত জানাল জামায়াতে ইসলামীর আমির


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি কোনো কঠিন সময়সীমা নয়—এই সময়ের আগে বা পরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে এর জন্য প্রয়োজন দৃশ্যমান সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া।
 

তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। রাজনৈতিক দলগুলো যত দ্রুত সরকারের সঙ্গে সমন্বয় করবে, তত দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
 

সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানান, তাদের দল ইতোমধ্যে ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি দিয়েছে ৩১ দফা, অন্যরা ৫৬ বা ৫৭ দফা প্রস্তাব করেছে। তবে জামায়াত মূলত মাত্র ছয়টি মৌলিক সংস্কার বাস্তবায়ন চায়।
 

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হতে হবে যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং নির্বাচন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সেইভাবে নির্বাচন পরিচালিত হওয়া জরুরি। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সংলাপ ও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শফিকুর রহমান জানান, বিচার প্রক্রিয়ার জন্য তারা নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেননি, তবে এটিকে তাদের অন্যতম প্রধান দাবি হিসেবে তুলে ধরেন।
 

সম্প্রতি ইউরোপ সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরকালে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও সেটি আনুষ্ঠানিক কোনো আলোচনা ছিল না, বরং কেবল খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতেই তারা সেখানে গিয়েছিলেন।
 

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন সফরে তারা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস খোলার আহ্বান জানিয়েছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫