কারাগারে মাদক আনতে এসে ধরা, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদক পৌঁছাতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কারাগারের ফটকে সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করে কারারক্ষীরা।
আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে।
জেল সূত্র জানায়, কামাল হোসেন কারাগারে থাকা এক আসামির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তবে তার আচরণে সন্দেহ হলে কর্তব্যরত দুই কারারক্ষী তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করেন। এতে তার কাছে থাকা গাঁজার প্যাকেটটি ধরা পড়ে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, মাদক বহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কামাল হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়েছে। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫