|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ০৬:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ জুলাই ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দানের দাবিতে মানববন্ধন কর্মসূচি


কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দানের দাবিতে মানববন্ধন কর্মসূচি


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 



 

সরকারি সকল বিধি মেনে কিন্ডারগার্টেন স্কুল গুলো পরিচালিত হয়। বিগত বিভিন্ন সরকারের আমলে কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছাত্রীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং সফলতার স্বাক্ষর রাখে কিন্তু ৫ আগষ্টের পট পরিবর্তনের পর কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের হঠাৎ ৫ম শ্রেনীতে বৃত্তি পরীক্ষা স্থগিতাদেশ দেন মন্ত্রনালয়। 


কিন্তু সরকারি স্কুলের শিক্ষার্থীরা যদি ৫ম শ্রেনীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে তাহলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা পারবে না কেন? একই দেশে দুই রকম আইন চলতে পারে না। 


তাই এই বিমাতা সুলভ আচরণ বন্ধ করে অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে বলে দাবি জানান মানববন্ধন ও পদযাত্রা৷র প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঐক্য পরিষদ নেতা অধ্যাপক এ কে এম নূরুল বশর সুজন। 

 

চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক লায়ন লুভনা হুমায়ুন সুমীর সঞ্চালনায় আয়োজনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিকেএ সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, এমএ মতিন,অর্থ সম্পাদক নূরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুপলাল বড়ুয়া, সদস্য শিউলি বড়ুয়া সহ বিভিন্ন স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষিকা।

সাধারণ সম্পাদক লায়ন লুবনা বলেন, শিশু শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলের ভূমিকা অনন্য। শিশুর কথা বলা থেকে শুরু করে মানুষ হিসেবে গড়ে তুলে কিন্ডারগার্টেন স্কুল গুলো। তিনি আরো বলেন, কিন্ডারগার্টেন স্কুল গুলো সরকারের প্রতিদ্বন্দি নয় বরং সহযোগী প্রতিষ্টান। তাই তিনি সরকারের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে এই বিমাতাসুলভ সিদ্ধান্ত পরিহার করার জোর দাবী জানান।

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের অংশগ্রহণে ষড়যন্ত্র করছে যা বর্তমান সরকার কে বিতর্কিত করার হীন উদ্দেশ্য। যা বাঞ্ছনীয় নয়। 

তিনি অবিলম্বে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের।অংশ গ্রহণে সুযোগ সৃষ্টির জন্য সরকারের কাছে দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫