পলাশবাড়ীতে মুফতি মাও: আমীর হামযার তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল।। এক জনের ইসলাম ধর্ম গ্রহণ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা পলাশবাড়ীতে মুফতি মাওলানা আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল নামে ।মাহফিলে একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জানাযায়, ৩০ আগষ্ট শুক্রবার পলাশবাড়ী আদর্শ এতিম খানার আয়োজনে ঐতিহ্যবাহী পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টারসহ জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কোরআন মাহফিল কে ঘিরে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয় ।মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মুফতি মাওলানা আমির হামযা।
শুক্রবার জুম্মা নামাজ শেষে দুর দুরান্ত থেকে মাহফিল স্থলে আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসুল্লিরা।বাদ এশা কানায় কানায় পুর্ন হয় গোটা এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ময়দান।
রাত সারে ৮ টায় শুরু হয় পবিত্র কোরআনের তাফসির শেষ হয় রাত সারে ১০ টায়।এসময় একজন হিন্দু তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
রাত ১১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫