ঠাকুরগাঁওয়ে মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন এসএসসি পরীক্ষার্থীরা!

ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-
ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন পরীক্ষার্থীরা। ঝড়-বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুরু থেকেই চরম ভোগান্তির শিকার হন তারা। অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই পরীক্ষার কেন্দ্র পৌঁছাতে বাধ্য হন। এর পাশাপাশি, টানা বৃষ্টিতে বেশ কিছু পরীক্ষার কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ঘটায়, এবং অনেক কেন্দ্রে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে পরীক্ষার কেন্দ্র পৌঁছাতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
এ বছর ঠাকুরগাঁও জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২২ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭ হাজার ৯৭৭ জন, মাদরাসা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। জেলায় মোট ৪০টি পরীক্ষাকেন্দ্র রয়েছে, যার মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ২৪টি, মাদরাসা বোর্ডের জন্য ৭টি এবং কারিগরি শাখার জন্য ৯টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হলেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে কতটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানানো সম্ভব হয়নি। এর ফলস্বরূপ, শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫