পাওনা টাকা চাওয়ায় ভ্যান চালককে হত্যা করে চোখ তুলে নিলো গ্যারেজ মালিক

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করে চোখে উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শফিউল্লাহ (৩৮)। তিনি ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। পেশায় অটো ভ্যান চালক। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে ঘাতক রাসেল পালিয়ে যায়। রাসেল ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল ও শফিউল্লাহ মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। রাসেল ওই এলাকায় একটি অটোরিক্সা গ্যারেজের মালিক। ঘটনার সময় রাসেলের নিকট পাওনা ৪৫ হাজার পরিশোধের জন্য চাপ দেন শফিউল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল ও শফিউল্লাহ মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহা দিয়ে শফিউল্লাহকে পিটিয়ে হত্যা করে তার ড্রীল মেশিন দিয়ে চোখ উপড়ে ফেলে লাশ দোকানে ফেলে পালিয়ে যায়।
নিহতেরে চাচা মো. মমিন আলী বলেন, শফিউল্লাহ আমার আপন ভাতিজা। রাসেল পাওনা ৪৫ টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে তার গ্যারেজে খবর দিয়ে নিয়ে যায়। এরপর কথাকাটাকাটির এক পর্যায়ে রাসেল তাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। আমরা তার বিচার দাবি করছি।
নিহত ছফিউল্লার স্ত্রী তাসলিমা বেগম বলেন, আমার ৩ ছেলে ও ৩মেয়ে আছে। আমার স্বামীকে রাসেল নির্মমভাবে হত্যা করেছে। পাওনা টাকা না দিলে না দিত কিন্তু তাকে এভাবে মারলো। আমি রাসেলের ফাঁসি চাই।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমি একদল পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করেছি। পাওনা টাকা চাওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে গ্রামের লোকজন বলেছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে ঘাতক রাসেলকে গ্রেপ্তার করার পর জানতে পারব। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক রাসেলকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫