|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

বিএনপিকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


বিএনপিকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


ঢাকা প্রেস নিউজ

 

বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা আ. হাই লাভলু। সমাবেশে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, পরবর্তীতে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহান ও তার সহযোগীরা আ. হাই লাভলু ও তার ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন হামলা ও আক্রমণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু অভ্যুত্থান-পরবর্তী সময়ে তাদেরই যুবদল নেতার নেতৃত্বে আহত মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
 

এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলেও এখনও মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫