|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ণ

আসছে গুল্লাক ৪


আসছে গুল্লাক ৪


ভারতের বহুল প্রশংসিত টিভি সিরিজ ‘গুল্লাক’-এর চতুর্থ সিজনের ট্রেলার প্রকাশ হয়েছে। পরপর তিনটি সফল সিজনের পর সিরিজটির চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে অপেক্ষার পালা শেষ। ২ বছর পর নতুন সিজন নিয়ে এলেন নির্মাতারা।


চতুর্থ সিজনের ট্রেলারটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ট্রেলারে দেখা যায়, এই সিজনে মিশরা পরিবারের ছোট ছেলে আমানকে ঘিরেই গড়ে উঠবে গল্প। আমান এখন বড় হচ্ছে এবং বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তার বাবা বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলেও মা এবং বড় ভাই সতর্ক করে দেন যে আমান হয়তো বিপথে যাচ্ছে।


এদিকে আমানের জীবনে প্রথমবারের মতো উঁকি দিচ্ছে প্রেম। মিশরা পরিবারের এই নতুন দোলাচল ও পারিবারিক বন্ধনের আবহ নিয়েই এগিয়েছে গল্প যার দেখা মিলবে আগামী ৭ জুন সনি লিভে। এর আগে, ১৭ মে টিভিএফ শো’টির চতুর্থ সিজন আসার ঘোষণা করেছিল। তারপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন এর ট্রেলারের।


চতুর্থ সিজন প্রযোজনা করেছেন অরুণাভ কুমার। এটি লিখেছেন বিদিত ত্রিপাঠী। সিরিজটি নির্মাণ ও পরিচালনা করেছেন শ্রেয়াংশ পান্ডে। পারিবারিক ড্রামামুলক এই সিরিজে অভিনয় করেছেন জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি, বৈভব রাজ গুপ্ত এবং হর্ষ মায়ার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫