নকশাবহির্ভূত ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
নকশা না মেনে নির্মিত রাজধানীর ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব ভবনের নিয়মবহির্ভূত অংশ অপসারণ করে সঠিক নিয়মে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে) নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত “সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?” শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান।
রাজউক চেয়ারম্যান বলেন, “চিহ্নিত ভবনগুলোর নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করা হবে। যতটুকু অংশে নিয়ম লঙ্ঘন হয়েছে, ততটুকুই ভাঙা হবে। আমি দায়িত্বে থাকা অবস্থায় এ কাজ চালিয়ে যাবো।”
তিনি আরও বলেন, “ঢাকার উন্নয়নে একটি একক সিদ্ধান্ত কেন্দ্র থাকা জরুরি। নগর পরিকল্পনা কার্যকর করতে হলে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সব সেবার সমন্বয় এক ছাতার নিচে আনতে হবে।”
নির্মিত ভবনগুলোর বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে নির্মাণাধীন ভবনগুলোর ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেই। বরং বেদখল হওয়া প্লট উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ। এ সময় প্রকাশনা ‘ঢাকাই’ ম্যাগাজিন এবং উপদেষ্টা হেলিমুল আলম বিপ্লবের বই ‘Dhaka’s Canals on Their Dying Breath’ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইপির সাবেক সভাপতি মো. ফজলে রেজা সুমন, ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, স্থপতি সুজাউল ইসলাম খান এবং রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫