|
প্রিন্টের সময়কালঃ ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি:
 


টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদশায় মারা গেছেন মির্জাপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া। বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম।
 

মৃত সুলতান মিয়া গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
 

গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের হিমেল নামে এক যুবকের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০–৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
 

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।
 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কারাগারে হাজতির মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারে হস্তান্তর করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫