ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা নিয়ে নমনীয়তা দেখাল ইসরায়েল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা নিয়ে নমনীয়তা দেখাল ইসরায়েল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গাজায় চলমান সংঘাত ও যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘদিন ধরেই অচলাবস্থায় রয়েছে ইসরায়েল ও হামাস। জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল, তাতে উভয় পক্ষের মতানৈক্যের কারণে সমাধান আসছিল না। ইসরায়েল ১১ জন জীবিত জিম্মির মুক্তি চাইলেও, হামাস প্রস্তুত ছিল মাত্র ৫ জন মুক্তি দিতে।
 

এই প্রেক্ষাপটে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের পরই গাজা ইস্যুতে কিছুটা নমনীয় অবস্থান নিতে শুরু করেছে ইসরায়েল।
 

টাইমস অব ইসরায়েলের কাছে দুইজন ইসরায়েলি কর্মকর্তা জানান, এখন ইসরায়েল ১১ জন নয়, বরং কম সংখ্যক জিম্মি মুক্তির শর্তে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আগ্রহী। তবে শর্ত রয়েছে—যুদ্ধবিরতি শুরু হলে প্রথম দুই সপ্তাহের মধ্যেই সকল জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। অন্যদিকে, হামাস চায় ধাপে ধাপে জিম্মি মুক্তির প্রক্রিয়া চালাতে।
 

এছাড়া, প্রতি জিম্মির বিনিময়ে কম সংখ্যক ফিলিস্তিনি বন্দি ছাড়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এমনকি যারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, তাদের মুক্তিতে কোনো ছাড় দিতে রাজি নয় বলেও জানিয়েছে তারা।
 

তবে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল গাজার ওপর থেকে সামরিক অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
 

এখন সিদ্ধান্ত নির্ভর করছে হামাসের ওপর। আজ শনিবার (১২ এপ্রিল) রাতে মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে হামাসের প্রতিনিধিদল, যাদের নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নেতা খলিল আল-হায়া। বৈঠকে ইসরায়েলের প্রস্তাব তুলে দেওয়া হবে তাদের কাছে।
 

ইসরায়েল জানিয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে পরবর্তীতে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির দিকেও অগ্রসর হবে তারা।
 

তবে সংশ্লিষ্ট সূত্র মতে, হামাস ইসরায়েলের অধিকাংশ দাবি মেনে নাও নিতে পারে। ফলে শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

টাইমস অব ইসরায়েল সূত্রে প্রতিবেদন