আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে দুদকের তদন্ত

ঢাকা প্রেস নিউজ
দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আশরাফুল আলম খোকন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। ২০০৪ সালে আওয়ামী লীগের গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর তার রাজনৈতিক জীবন আরো গতি পায়। ২০১৩ সালে তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার প্রধান কর্মকর্তা হিসেবে ছয় বছর কাজ করেছেন।
দুদকের এই সিদ্ধান্তের পর থেকে আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫