মুরাদনগর ভূতাইলে একতা যুব উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্ৰামে প্রতিষ্ঠিত একতা যুব উন্নয়ন সমিতির ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গত ১৬ আগষ্ট নবগঠিত কমিটির অনুমোদন করেন সমিতির প্রধান উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সেটেলমেন্ট অফিসার উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সমিতির সাধারণ সভায় আলোচনার ভিত্তিতে গঠিত দুই বছর মেয়াদি একতা যুব উন্নয়ন সমিতি কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন মেহেদী হাসান তানজীম, সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক তাফসীরুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ কবির হোসেন, নির্বাহী সদস্যরা হলেন: মোঃ মমিন মিয়া, মোঃ এরশাদ মিয়া, হেলাল মিয়া এবং রুবি আক্তার।
২০২০ সালে ভূতাইল গ্ৰামে একতা যুব উন্নয়ন সমিতি গঠিত হয় এবং ২০২৩ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা থেকে সরকারিভাবে নিবন্ধিত হয়। যার নিবন্ধন নং ৭৮/২০২৩।
নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান তানজীম বলেন, “আমরা চাই ভূতাইল গ্রামের প্রতিটি তরুণকে দক্ষ ও কর্মক্ষম করে তোলা। ভবিষ্যতে কারিগরি প্রশিক্ষণ, আইটি প্রশিক্ষণ কেন্দ্র, ছোট উদ্যোক্তা তৈরির প্রকল্পসহ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, “যুব সমাজ দেশের অমূল্য সম্পদ। সংগঠিত হয়ে যদি তারা সমাজ উন্নয়নে এগিয়ে আসে তবে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে। একতা যুব উন্নয়ন সমিতি তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে যে পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫