উপকারী ভেষজ চাষ হোক বারান্দায়

বারান্দার এক কোণে সৌন্দর্যবর্ধনে অনেকেই নানা গাছ লাগান। কিন্তু আপনার জন্য উপকারী ভেষজও বারান্দায় লাগাতে পারেন। এর ইতিবাচক ফলাফলও আপনি ভোগ করতে পারবেন।
তুলসি পাতা
তুলসি পাতা অনেক কাজেই ব্যবহৃত হয়। সর্দি-কাশির সমস্যায় এই পাতার রস অনেক কাজের। তুলসি চা নিয়মিত খেলেও অনেক উপকার পাওয়া যায়। তাই বারান্দায় তুলসি গাছ লাগাতে পারেন।
ধনিয়া পাতা
রান্নার জন্য ধনিয়া পাতা অনেক জরুরি। তবে ফ্রিজে ধনিয়ে পাতা রাখলেই পচে যায়। সেজন্যই বারান্দায় ধনিয়া পাতার ব্যবস্থা করে রাখুন। যখন প্রয়োজন হবে সংগ্রহ করবেন।
ওরিগানো
ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নার ক্ষেত্রে ওরিগানো অনেক জনপ্রিয়। ছোট বাগানে এই ভেষজ রাখলে অনেক ওয়েস্টার্ন রান্নায় সহজেই ব্যবহার করতে পারবেন।
পুদিনা পাতা
পুদিনা পাতাও কতটা উপকারি তা অনেকেরই জানা। পুদিনা পাতা গজানোর জন্য বড় জায়গা প্রয়োজন হয় না। তাই বারান্দায় সহজেই লাগিয়ে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে আংশিক ছায়া-যুক্ত জায়গায় এই গাছটি গজায়। একবার লাগালে বছরের পর বছর প্রচুর পাতা পাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫