পূজা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা, বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দিয়েছেন, এবারের পূজা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিবারের মতোই পুলিশ ও আনসার ছাড়াও এবার র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।”
বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকার কাজ করছে। আশা করি খুব শীঘ্রই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “সবার উচিত সত্য তথ্য যাচাই করে প্রচার করা। ভুল তথ্য ছড়িয়ে দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।”
কৃষি খাতের উন্নয়ন এবং বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের বিষয়েও উপদেষ্টা আলোকপাত করেন। তিনি বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি এবং যন্ত্রপাতি পরিদর্শন করে এর প্রশংসা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫