জুলাই গণহত্যা: দুই মাসের মধ্যে ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এবং গাজী এম এইচ তামিম।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের মধ্যে আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এর আগে, গত ২০ নভেম্বর একই মামলায় তদন্ত শেষ করার জন্য এক মাস সময় দেয়া হয়েছিল। আদালত সেই সময় আট কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশও দেন। আজকের শুনানি সেই মামলার পরবর্তী তারিখ হিসেবে নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আট কর্মকর্তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫