ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে ওই গ্রামের সুজন শেখ (২৫) এবং ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের বাদল ফকিরকে (২৮) ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫