|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে আঃলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার


কুড়িগ্রামে আঃলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার তুড়া রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলজে মাঠ সমাবেত হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
 

তিনি আরও বলনে, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চর শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫