হ্যাজার্ড ছাড়ছেন রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বেলজিয়ামের অন্যতম সেরা তারকা ইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে হ্যাজার্ড রিয়ালে আসার পর দলটি চ্যাম্পিয়নস লিগসহ অনেক শিরোপাই জিতেছে। তবে সেগুলোতে হ্যাজার্ডের অবদান নেই বললেই চলে। হ্যাজার্ডের রিয়াল অধ্যায় কেবলই ছেয়ে গেল ইনজুরি আর ফর্মহীনতায়।
রিয়ারের সঙ্গে হ্যাজার্ডের চুক্তির মেয়াদ শেষ হতে আরো এক মৌসুম বাকি ছিল। কিন্তু দুই পক্ষের সমঝোতায় এর আগেই রিয়াল ছাড়ছেন হ্যাজার্ড। আজ রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে রিয়াল। আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে হ্যাজার্ড সুযোগ পাবেন কি না তা নির্ভর করছে কোচ কার্লো আনচেলত্তির ওপর।
সুযোগ পেলে এটাই হবে রিয়ালের জার্সিতে হ্যাজার্ডের শেষ ম্যাচ। ২০১৯ সালে ১০ কোটিরও বেশি ইউরোতে পাঁচ বছরের চুক্তিতে হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরির কারণে চেলসির সেই হ্যাজার্ডের দেখাই মেলেনি রিয়ালে। চার মৌসুমে রিয়ালের জার্সিতে খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ।
যেখানে ৭ গোল ও ১২ অ্যাসিস্ট রয়েছে তার। রিয়ালের হয়ে হ্যাজার্ড শিরোপা জিতেছেন আটটি- চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা (২), কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ (২)।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫