ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

সিলেট ব্যুরো:-
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৪)। আহত সাব্বির আহমেদ (৩০), উপজেলার বিড়াখাই এলাকার বাসিন্দা, বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরবস্ত বাজার থেকে মোটরসাইকেলে তিনজন জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটাগাং এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার ও তোফায়েল।
সেসময় এলাকায় বৃষ্টি হচ্ছিল, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ বলে ধারণা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে দুই আরোহী মারা গেছেন। ট্রাক তাদের চাপা দিয়েছে নাকি সংঘর্ষের ফলে তারা ছিটকে পড়ে মারা গেছেন, সেটি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫