পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এখনও বাতিল হচ্ছে না

ঢাকা প্রেস নিউজ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়ার প্রবণতা ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া এখনই বাতিল করা সম্ভব হচ্ছে না।
সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করা সম্ভব হয়, তখন পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের মধ্যেই সব নাগরিকের জন্য ই-পাসপোর্ট চালু করতে চায়।
তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমআরপি পাসপোর্ট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার সমাধান ইতোমধ্যে করা হয়েছে। এখন থেকে এমআরপি পাসপোর্ট আর থাকছে না।
এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫