সুরের জগতের এক কিংবদন্তির চলে যাওয়ার দিন আজ। তিন বছর আগে ঠিক আজকের দিনে পৃথিবীর ভ্রমণ শেষ হয়েছিল বাংলাদেশে সংগীতের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর। সংগীতজীবনে দীর্ঘ পথচলায় কর্মের স্বীকৃতি হিসেবে আটবার জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন তিনি, এর মধ্যে সাতবার সুরকার হিসেবে আর একবার গীতিকার হিসেবে।
কিংবদন্তি এই সুরকার দীর্ঘদিন ধরে ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। প্রথমে ২০১৫ সালের ৩ জুলাই তাঁকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে টিউমার রয়েছে। এরপর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
বাংলাদেশ ও ব্যাংককে তাঁর চিকিৎসা হয়। সাভারে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। মৃত্যুর আগে বাসায় চিকিৎসা চলছিল আলাউদ্দীন আলীর। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে ২০২০ সালের ৮ আগস্ট ভোর পৌনে পাঁচটায় তাঁকে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বিবেচনা করে তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ৯ আগস্ট তিনি মারা যান।
যেসব গানে অমর থাকবেন আলাউদ্দীন আলী
১. ও আমার বাংলা মা তোর;
২. সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি;
৩. এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই;
৪. আছেন আমার মোক্তার/ আছেন আমার বারিস্টার;
৫. আমায় গেঁথে দাও না মাগো/ একটা পলাশ ফুলের মালা;
৬. শত জনমের স্বপ্ন/ তুমি আমার জীবনে এলে;
৭. কী করে বলিব আমি/ আমার মনে বড় জ্বালা;
৮. ভালোবাসা যত বড়/ জীবন তত বড় নয়;
৯. চক্ষের নজর এমনি কইরা;
১০. যেটুকু সময় তুমি থাকো কাছে/ মনে হয় এ দেহে প্রাণ আছে
১১. যে ছিল দৃষ্টির সীমানায়;
১২. একবার যদি কেউ ভালোবাসত;
১৩. বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম;
১৪. জন্ম থেকে জ্বলছি মাগো;
১৫. সুখে থাকো/ ও আমার নন্দিনী;
১৬. একা একা কেন ভালো লাগে না;
১৭. এমনও তো প্রেম হয়/ চোখের জলে কথা কয়;
১৮. কেউ কোনো দিন আমারে তো কথা দিল না;
১৯. ভুলে গেছে শান্ত/ ভুলিনি আমি তো;
২০. শেষ করো না শুরুতে খেলা;
২১. দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়;
২২. হয় যদি বদনাম হোক আরও;
২৩. যেভাবেই বাঁচি/ বেঁচে তো আছি;
২৪. ইস্টিশানের রেলগাড়িটা;
২৫. এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে;
২৬. বাবা বলে গেল/ আর কোনো দিন গান কোরো না;
২৭. তোমাকে দেখলে একবার/ মরিতে পারি শতবার;
২৮. সাগরিকা
২৯.ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা;
৩০.বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে;
৩১. তোমাকে চাই আমি আরও কাছে;
৩২. আমি আছি থাকব/ ভালোবেসে মরব;
৩৩. তুমি আরেকবার আসিয়া/ যাও মোরে কান্দাইয়া;
৩৪. পারি না ভুলে যেতে/ স্মৃতিরও মালা গেঁথে;
৩৫. হায়রে কপাল মন্দ/ চোখ থাকিতে অন্ধ;
৩৬. সবাই বলে বয়স বাড়ে/ আমি বলি কমে রে;
৩৭. দিন থাকিতে হাইট্টা যাইয়ো, দেরি কইরো না;
৩৮. তুমি আমার মনের মানুষ;
৩৯. চতুর্দোলাতে বধূ করে নাইবা আমায় নিলে;
৪০. আমার মতো এত সুখী/ নয়তো কারও জীবন।
তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন আলাউদ্দীন আলীর তনয়া সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন