|
প্রিন্টের সময়কালঃ ০২ মার্চ ২০২৫ ০২:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৩ অপরাহ্ণ

ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভাবনা: প্রেস সচিব


ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভাবনা: প্রেস সচিব


ঢাকা প্রেস নিউজ

 

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিএনপিকে আশ্বস্ত করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে বলে আমাদের জানানো হয়েছে। আশা করি, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে এবং একটি রোডম্যাপ প্রকাশ করা হবে।’
 

এ বিষয়ে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বৈঠকে বিএনপির পক্ষ থেকে চলতি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাওয়া হয়েছে। সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে। উপদেষ্টা পরিষদ এ বিষয়টি দেখবে, এবং সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’ তবে, সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, ‘সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।’
 

বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
 

নির্বাচনের সম্ভাব্য সময় সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, তা রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দুটি সম্ভাব্য সময় উল্লেখ করেছেন— একটি চলতি বছরের ডিসেম্বর এবং অন্যটি আগামী বছরের জুন। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া হবে।
 

তিনি বলেন, ‘প্রফেসর ইউনূস দুটি সম্ভাব্য সময় দিয়েছেন— ডিসেম্বর ২০২৫ এবং জুন ২০২৬। এখন সব রাজনৈতিক দল যদি একমত হয় যে নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে কঠোর কোনো অবস্থানে নেই।’
 

বিএনপির দাবি ও জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা প্রেস সচিব জানান, বিএনপি বৈঠকে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। অধ্যাপক ইউনূস বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের কাজই হবে নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এর আগে দুটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছিল— একটি ২০২৫ সালের ডিসেম্বর, অন্যটি ২০২৬ সালের জুন। সামনে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’
 

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি। তবে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চাচ্ছে, বিশেষত এই ডিসেম্বরের মধ্যেই। সরকারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় রয়েছে এবং উপদেষ্টা পরিষদ এ নিয়ে সিদ্ধান্ত নেবে। ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
 

বইমেলা সংক্রান্ত বক্তব্য বইমেলায় সব্যসাচীর স্টলের ঘটনার বিষয়ে প্রেস সচিব জানান, এ বিষয়ে বাংলা একাডেমির সঙ্গে আলোচনা হয়েছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বইমেলা একটি পবিত্র জায়গা, এর পরিবেশ অক্ষুণ্ণ রাখা সরকারের দায়িত্ব।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫