মাস্টারকার্ড নিয়ে এলো ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডঃ ব্র্যাক ব্যাংক

স্বাস্থ্য সুরক্ষা, জিম, লাইফস্টাইল, ফ্যাশন ও ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুযোগ দিতে চালু হয়েছে দেশের প্রথম হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং মাস্টারকার্ড। ব্র্যাক ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে ‘ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ নামের নতুন এই কার্ড বাজারে এনেছে। আজ বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড উদ্বোধন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নতুন কার্ডটি ব্যবহারের মাধ্যমে কার্ডধারীরা স্বাস্থ্যসেবা, জীবনযাপন ও ভ্রমণের যেকোনো সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে তাঁরা লাইফস্টাইল, ডাইনিং, ফ্যাশন ও ভ্রমণ খাতে আকর্ষণীয় সুযোগ ও মূল্যছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা দৈনিক ৪ হাজার টাকা আইপিডি ও বছরে ৩ হাজার টাকা পর্যন্ত ওপিডি কাভারেজসহ বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজ সুবিধা পাবেন। জিমনেসিয়াম সদস্যপদের ক্ষেত্রে পাবেন মূল্যছাড়। এ ছাড়া এই কার্ডে বাংলাদেশের বেশ কিছু লাইফস্টাইল, ডাইনিং, ফ্যাশন ও ট্রাভেল মার্চেন্টে আকর্ষণীয় সব সুযোগ আছে।
ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা কোনো ধরনের বার্ষিক মাশুল ছাড়া প্রথম দুটি সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ পাবেন। ‘সুপার পেফ্লেক্স’ প্রোগ্রামের মাধ্যমে তাঁরা শূন্য শতাংশ সুদে ছয় মাসের ইএমআইয়ের মাধ্যমে দেশে ও বিদেশে যেকোনো কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া দেশব্যাপী ৯০০-এর বেশি পার্টনার মার্চেন্টে শূন্য শতাংশ সুদে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাওয়া যাবে। প্রতিটি ই-কমার্স ও পয়েন্ট অব সেল (পিওএস) লেনদেনে কার্ডহোল্ডাররা পাবেন ‘রিওয়ার্ড পয়েন্ট’।
ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য আকর্ষণীয় ওয়েলকাম ভাউচার আছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা মার্চেন্ট, ট্রাভেল পার্টনার ও লাইফস্টাইল মার্চেন্টে বিশেষ মূল্যছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি একটি নামকরা রিসোর্টে এক রাত ও এক দিনের প্যাকেজ বিনা মূল্যে পাওয়া যাবে।
অন্যদিকে কার্ডধারীরা ‘লাউঞ্জ কি প্রোগ্রামের’ আওতায় ‘কমপ্লিমেন্টারি ভিজিট’সহ ১ হাজার ১০০টির বেশি আন্তর্জাতিক লাউঞ্জের সেবা নিতে পারবেন। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বছরজুড়ে কার্ডহোল্ডার ও দুজন অতিথি সীমাহীন ভ্রমণ সুবিধা পাবেন।
বাংলাদেশসহ বিশ্বের ছয় হাজারের বেশি সহযোগী মার্চেন্ট আউটলেটে ওয়ার্ল্ড কার্ডহোল্ডারদের জন্য থাকবে আকর্ষণীয় সব সুযোগ ও ছাড়। ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা দেশজুড়ে ব্যাংকের যেকোনো শাখা থেকে ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
নতুন কার্ড সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, গ্রাহকদের ক্রমপরিবর্তনশীল জীবনযাত্রার চাহিদা পূরণের উদ্দেশ্যে এই নতুন কার্ড আনা হয়েছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ক্রেডিট কার্ডে ভরসা রাখেন এমন গ্রাহকদের জন্য দিনবদলের প্রতীক হবে নতুন এই কার্ড। স্বাস্থ্য খাতে বিশেষ সুবিধা, লাইফস্টাইল ছাড় ও ভ্রমণের বিভিন্ন সুবিধা প্রদান ছাড়াও বাংলাদেশে ডিজিটাল লেনদেন যেন আরও নিখুঁত ও নিরাপদ হয়, কার্ডটি সে বিষয়েও প্রচার চালাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫