|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক


মানবাধিকার কমিশনের সঙ্গে ইসির বৈঠক


 

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠকে করেছেন নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১১টার পরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আর ইসি কর্মকর্তাদের নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার সকাল ১১ টায় নির্বাচন ইসি কার্যালয়ে সিইসিসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আবার বৈঠক করবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে নির্বাচন-পূর্ব, নির্বাচন-কালীন ও নির্বাচন পরবর্তী মানবাধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি আছে ৯দিন। প্রার্থীদের প্রচার-প্রচারণায় ভোট উৎসব চলছে সারাদেশে। ত০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে এক হাজার ৮৯৫ জন প্রার্থী।

তবে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অনেকের অভিযোগ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় ২০০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫