রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী

ঢাকা প্রেস,শরীয়তপুর প্রতিনিধি:-
শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগ হাতবোমা পড়ে থাকার সন্ধান পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার রাস্তার পাশে এই ব্যাগভর্তি হাতবোমাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একটি ব্যাগ থেকে কিছু বোমাসদৃশ বস্তু বের হয়ে থাকলে তা দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরে সাভার সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি বিশেষ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
ডামুড্যা থানার উপ-পরিদর্শক ইয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি এবং ব্যাগগুলোর মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫