দুই থানার সীমান্তে অজ্ঞাত লাশ উদ্ধার, দায়িত্ব নিতে গড়িমসি

চট্টগ্রামের কর্ণফুলীতে সাত ঘণ্টা পরে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ উদ্ধার অভিযানকে ঘিরে আনোয়ারা ও কর্ণফুলী থানা পুলিশের মধ্যে দায়িত্ব নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের দৌলতপুর ফজিল খান হাটের পূর্ব পাশে, মহতুপাড়া খাল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ফ্রেন্ড ডেইরি খামারের পাশের খালের মাঝখানে একটি মৃতদেহ ভাসতে দেখেন। খবর ছড়িয়ে পড়ার পর প্রথমে ধারণা করা হয় যে লাশটি আনোয়ারা থানার এলাকায় পড়ে আছে। এ সংবাদে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান।
ওসি পরিদর্শনের পর জানান, “লাশটি কর্ণফুলী থানার এলাকার মধ্যে রয়েছে,”—এ কথা জানিয়ে ফিরে যান। পরে স্থানীয়রা কর্ণফুলী থানাকে খবর দিলে, ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “খালের মাঝখানে লাশটি ছিল। যেহেতু স্থানটি দুই থানার সীমান্তে, তাই প্রথমে বিভ্রান্তি হয়েছিল। পরে নিশ্চিত হই, লাশটি কর্ণফুলী থানার এলাকায় রয়েছে। তাই আমরা উদ্ধার অভিযান পরিচালনা করিনি।”
কর্ণফুলী থানার ওসি মো. শরীফ হোসেন জানান, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমাদের ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছেন যে লাশটি আনোয়ারা থানার সীমান্তসংলগ্ন এলাকায় পড়ে আছে। মানবিক কারণে আমরা লাশ উদ্ধার করি এবং আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫