|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

লাকসাম নবাব বাড়ি পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক


লাকসাম নবাব বাড়ি পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক


সারিয়া চৌধুরী,লাকসাম (কুমিল্লা):-



কুমিল্লা লাকসাম নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।


শনিবার (৮ ফেব্রুযারি) বেলা ১২.৩০ টার দিকে তিনি বাড়ীটি (বর্তমানে জাদুঘর) পরিদর্শনে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান নবাব পরিবারের উত্তরসূরি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. ফজলে রহমান চৌধুরী আয়াজ।


পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক নবাব ফয়জুন্নেছা জাদুঘরে রক্ষিত বিভিন্ন নিদর্শন ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত বৈঠকখানা, মসজিদ, কলেজ এবং ফযজুন্নেছার কবরসহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন। এসময় কুমিল্লা জেলা প্রশাসককে ফয়জুন্নেছার লেখা "রুপ জালাল" বই উপহার দেন ফয়জুন্নেছা চৌধুরীর উত্তরাধিকারী ফজলে রহমান চৌধুরী আয়াজ।


পরিদর্শনকালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি জাদুঘরের পূর্বপাশের গেইটে অবৈধভাবে গড়ে ওঠা দেওয়াল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এছাড়া নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী নির্মিত মসজিদ সংস্কারে তিনি সহযোগিতার আশ্বাস দেন।


কুমিল্লা জেলা প্রশাসকের লাকসাম নবাব বাড়ি জাদুঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, জাদুঘরের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, জাফর আহমেদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরা, আবুল কালাম, শাহ নুরুল আলম, নাজমুল হাসান, জাহিদ হোসেন, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ প্রমূখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫