|
প্রিন্টের সময়কালঃ ১৬ এপ্রিল ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০৪:২০ অপরাহ্ণ

শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, এপ্রিল থেকেই কার্যকর


শিল্প গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি, এপ্রিল থেকেই কার্যকর


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
 

বিইআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঘনমিটারপ্রতি ৪০ টাকা, যা আগে ছিল ৩০ টাকা। একইভাবে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দাম ৩১ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।
 

এছাড়াও, যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছে, তাদেরকেও নতুন হারে অর্থাৎ প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৪০ টাকা করে বিল দিতে হবে।
 

এই নতুন মূল্যহার চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন জালাল আহমেদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫