|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 


ময়মনসিংহে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

৬ এপ্রিল ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ এর প্রতিপাদ্য “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”-কে সামনে রেখে ময়মনসিংহের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। 


ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত ভাষণে তিনি খেলাধুলার মাধ্যমে ঐতিহ্যবাহী ময়মনসিংহের সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান। পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানের খেলোয়াড় গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫