যুক্তরাষ্ট্রে বৈধতা ফিরে পেলেন বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৪:৩১ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বৈধতা ফিরে পেলেন বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন

অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন রায় অবশেষে আইনি লড়াইয়ে জয়লাভ করে পড়ালেখার বৈধতা ফিরে পেয়েছেন।
 

মিসৌরি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করে চলতি বছরের জানুয়ারিতে মাস্টার্স শুরু করেন অঞ্জন। কিন্তু ১০ এপ্রিল হঠাৎ একটি ইমেইলের মাধ্যমে তিনি জানতে পারেন, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে তার বৈধতা বাতিল করা হয়েছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার বা দেশে ফেরত পাঠানো হতে পারে বলেও সতর্ক করা হয়।
 

এই খবরে হতবাক হয়ে অঞ্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা কার্যালয়ে যান, কিন্তু তার ভিসা বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ জানতে পারেননি। একইসাথে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস থেকেও একটি সতর্কতামূলক ইমেইল পান তিনি।
 

আইনি সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে অঞ্জন আত্মগোপনে যান এবং নিরাপত্তার স্বার্থে ক্লাসে যাওয়া ও ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখেন। তবে শিক্ষকরা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে জানান তিনি।
 

অবশেষে আদালতের রায়ে যুক্তরাষ্ট্রে তার থাকার বৈধতা নিশ্চিত হয় এবং তিনি নিজ বাসায় ফিরে যান। তবে এখনও সতর্ক অবস্থায় থাকছেন; রুমমেটদের অনুরোধ করেছেন কেউ তার খোঁজ নিতে এলে যেন নজর রাখা হয়।
 

অঞ্জনসহ ১৩৩ জন শিক্ষার্থী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। ফেডারেল বিচারকরা শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়ে বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত করেছেন।
 

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা বাতিলসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থী দাবি করছেন, তারা শুধুই শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন, যার জন্য তাদের ভিসা বাতিল করা অনুচিত।
 

অঞ্জনের আইনি প্রতিনিধি চার্লস কাক জানান, সরকার শিক্ষার্থীদের ভয় দেখিয়ে স্বেচ্ছায় দেশ ত্যাগে বাধ্য করতে চাইছে, যা আইনি ও মানবিকভাবে প্রশ্নবিদ্ধ।