নৌকার ফিরোজ আহম্মেদ স্বপনের জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) বিপুল ভোটে জয়লাভ করেছেন।
রোববার তালা ও কলারোয়া উপজেলায় মোট ১৬৮ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ৯৩টি ও কলারোয়া উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
তালা উপজেলায় ৯৩টি কেন্দ্রে নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন ৮৫ হাজার ৩১৭ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ১৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন।
কলারোয়া উপজেলায় ৭৫টি কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন পেয়েছেন ৬৩ হাজার ১৬৫ ভোট; এ উপজেলায় নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোলনা প্রতীকের প্রার্থী এসএম মুজিবুর রহমান ১০ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন ও লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত ৫ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫