মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-
মুরাদনগরে এসএসসি / দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুরাদনগর উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২০ আগষ্ট) কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হলরুমে ১৫৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল, মুরাদনগর উপজেলা থেকে জামায়াত এমপি প্রার্থী ইউসুফ সোহেল, মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন মুহাম্মদ ফারুক, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আমির হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, শিক্ষাবীদ আক্তার হোসেন। ইমরান বিন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা।
সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায়।
অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন গোমতী সংগীত
শিল্পী গোষ্ঠী।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫