|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ণ

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব ১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ০১


ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব ১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ০১


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় বাদী মোঃ সোহেল (২৪), পিতা-মৃত আঃ গনি, সাং- কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর পিতা মৃত আঃ গনি (৫৫) এর সাথে আসামীগণের জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। এরই সূত্র ধরে গত ১৬/০৪/২৪খ্রি. সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন কুমুরিয়ারচর বাদীর বসত বাড়ীর সীমানায় এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আঃ গনি (৫৫) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে আহত করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সোহেল (২৪), বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮,তারিখ-১৮/০৪/২০২৪খ্রি.,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
 

এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১২ এপ্রিল ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা  এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানার আঃ গনি (৫৫) হত্যা মামলার ০৪ নং এজাহারনামীয় আসামী আরিফ (২২), পিতা-হাসেম আলী, সাং-কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 

 গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫