|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ণ

রোহিঙ্গা সহায়তায় দক্ষিণ কোরিয়ার উদার হাত


রোহিঙ্গা সহায়তায় দক্ষিণ কোরিয়ার উদার হাত


ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় দক্ষিণ কোরিয়া আরও একধাপ এগিয়ে এল। দেশটি ২০২৪ সালে রোহিঙ্গাদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন করবে বলে জানিয়েছে।

 

দক্ষিণ কোরিয়ার দূতাবাস সূত্রে জানা যায়, এই তহবিল ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। ২০১৭ সাল থেকেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আছে দক্ষিণ কোরিয়া। এর আগে, তারা প্রতি বছর ৩ থেকে ৫ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা প্রদান করে আসছিল।
 

এবারের ১০ মিলিয়ন ডলারের অর্থায়ন আগের তুলনায় তিনগুণ বেশি। এটি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ মানবিক সহায়তা।
 

দক্ষিণ কোরিয়া আশা করছে, এই অর্থায়নের মাধ্যমে যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়নে গতি আসবে এবং রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫