ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ঢাকার আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু

ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে ঢাকার আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয়, সাভার-আশুলিয়ার শিল্প-কারখানার পণ্য পরিবহনও সহজ হবে। রাজধানীর প্রবেশপথের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু।
এর দুটি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে। এবার কোরবানির ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি ছয় লেন। এতে চাপ কমবে পুরনো সেতুর ওপর। যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পেতে যাচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে আট লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বের হওয়া যাবে। এ সেতুর সুবিধাজনক দিক হলো সরাসরি ও লোকাল গাড়ির জন্য আলাদা লেন থাকবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫